ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে  সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৩ মে ২০১৭ | আপডেট: ২০:০৫, ২৩ মে ২০১৭

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির, আর ৪৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬১২ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৩৯৪ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৮৮টির, আর ৩১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ৩১২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি